২০০ করেও শেষ রক্ষা হলো না রাজশাহীর

নিউজডোর স্পোর্টস ডেস্ক ♦ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে আসরে প্রথম দল হিসেবে ২০০ রানের দেখা পেলেও জয়ের দেখা পেল না রাজশাহী। ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌছে যায় তামিমের বরিশাল।
রাজশাহীর হয়ে ১’শ রান করেন রাজশাহী ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত।উড়ন্ত সূচনায় ওপেনিং জুটিতে ১৩১ রানের জুটি গড়েন রাজশাহীর দুই ব্যাটসম্যান শান্ত ও আনিসুল ইসলাম ইমন। একই ম্যাচে বরিশালের হয়ে পেসার কামরুল হাসান রাব্বী হ্যাট্রিক করেন।
বরিশালের হয়ে শতক হাঁকিয়েছেন ইমন এবং তামিম ৫৩ করে রান আউট হয়েছেন।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা মাঠে টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান ফরচুন বরশিাল অধিনায়ক তামিম ইকবাল।