এই সংবিধানের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না: মির্জা আব্বাস
নিউজডোর ডেস্ক ♦ সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন করার আহ্বান জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এই সংবিধানের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জনসভায় তিনি এসব কথা বলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, আমরা আর কোনো জুলুম সহ্য করব না। আমরা অত্যাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। সারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে। প্রস্তুত হও, সময় আসছে যখন আন্দোলনের জোয়ারে সরকার ভেসে যাবে।
তিনি বলেন, এই সরকার ক্ষমতায় থাকার জন্য পোড়ামাটির নীতি গ্রহণ করেছে। সরকার জনগণকে নির্যাতন করে ক্ষমতায় থাকতে চায়। কোনো ডিসি এসপি অন্যায় করলে তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রতিশোধ নেওয়া হবে না।