কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ করল সরকার
গত বছরের তুলনায় গরুর চামড়ার মূল্য প্রতিবর্গফুটে পাঁচ টাকা করে বেড়েছে
নিউজডোর ডেস্ক ♦ কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। ঢাকায় এবার লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৫ টাকা এবং ঢাকার বাহিরে ৩৩ থেকে ৩৭ টাকা । এদিকে খাসির চামড়া প্রতি বর্গফুট ১৫ থেকে ১৭ টাকা। যা গত বছর ছিল ১৩ থেকে ১৫ টাকা আর বকরির চামড়া প্রতি বর্গফুট ১২-১৪ টাকা যা গত বছর ছিল ১০-১২ টাকা।
বৃহস্পতিবার একটি ভার্চুয়াল মিটিং শেষে এ দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।
তিনি জানান, গত বছর ঢাকায় গরুর চামড়ার দাম ছিল প্রতি বর্গফুটে ৩৫ থেকে ৪০ টাকা। এবার বেড়ে তা হয়েছে ৪০ থেকে ৪৫ টাকা। ঢাকার বাহিরে ছিল ২৮ থেকে ৩২ টাকা তা এবার বেড়ে দাঁড়িয়েছে ৩৩ থেকে ৩৭ টাকা।
গত বছরের তুলনায় গরুর চামড়ার মূল্য প্রতিবর্গফুটে পাঁচ টাকা করে বেড়েছে। আর খাসির চামড়ার মূল্য প্রতি বর্গফুটে দুইটাকা বেড়েছে।