রসিক মেয়রের বিরুদ্ধে কুৎসা রটনাকারীকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম
স্টাফ রিপোর্টার ♦ রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার বিরুদ্ধে কুৎসা রটনাকারীকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছে মহানগর যুব সংহতি। সোমবার বিকেলে সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এ আল্টিমেটাম দেন।
সমাবেশে বক্তারা বলেন, জাতীয় পার্টির বিরুদ্ধে একটি কু-চক্রী মহল ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা রংপুর সিটি কর্পোরেশনের মেয়রসহ জাতীয় পার্টির সকল নেতাকর্মীদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। মহানগর যুবসংহতি তাদের ছাড় দেবে না। এনিয়ে সিটি মেয়র মামলা করলেও পুলিশ এখন পর্যন্ত আসামী গ্রেফতার করতে পারেনি। রংপুর সিটি মেয়রের বিরুদ্ধে কুৎসা রটনাকারীকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। যে কোন অপ্রীতিকর ঘটনার জন্য দায়ী থাকবে রংপুরের প্রশাসন।
মহানগর যুব সংহতির সভাপতি শাহীন হোসেন জাকিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন কাদেরী শান্তিসহ অন্যরা। এর আগে রংপুর মহানগর যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকিরের সদ্য কারামুক্তি উপলক্ষ্যে নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে জাপা’র প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছে দলের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জেলা জাতীয় পার্টির কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির রংপুর জেলা কমিটির সভাপতি শামিম সিদ্দিকী, মিঠাপুকুর কমিটির আহবায়ক মেজবাহুল ইসলাম মিলন, মহানগর শ্রমিক পার্টির সভাপতি রাজু আহম্মেদ, জাতীয় পার্টি রংপুর জেলার প্রচার সম্পাদক মমিনুল ইসলাম রিপন, মহানগর যুব সংহতির সাধারন সম্পাদক আলাল উদ্দিন কাদেরী শান্তি, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব আনছার সহ- সভাপতি কবির হোসেন, প্রচার সম্পাদক মুফতি মাহমুদ, জাতীয় ছাত্রসমাজ রংপুর মহানগর কমিটির সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, জেলা সভাপতি আরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ আল আমীন সুমন, মুহিন সরকার, নাহিদ হোসেন, মুক্তি, রিগান, শুভ প্রমুখ।