নিত্যপণ্যের অসহনীয় দামের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ সমাবেশ

টাকাওয়ালারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাজার হাজার বিঘা খাসজমি দখল করে রেখেছে

নিত্যপণ্যের অসহনীয় দামের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার ♦ দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল পালন করেছে বামজোট। মঙ্গলবার সকালে বাম গণতান্ত্রিক জোটের রংপুর নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

রংপুর প্রেসক্লাব চত্তরে অনুষ্ঠিত সমাবেশে সিপিবি রংপুর জেলার সভাপতি কমরেড শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ রংপুর জেলার আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস,বাসদ(মার্কসবাদী),রংপুর জেলার সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু,সিপিবি রংপুর মহানগর কমিটির সভাপতি সাজ্জাদুর রহমান সাজু।সঞ্চালনা করেন বাসদ রংপুর জেলার সদস্যসচিব মমিনুল ইসলাম।

বক্তারা বলেন, একদিকে মানুষ যখন মূল্যবৃদ্ধিতে সঙ্কটাপন্ন ঠিক সেই সময় যে ভূমিহীনরা সরকারী খাস জমিতে,রেলের ধারে, রাস্তার ধারে কোনরকম মাথা গোঁজার ঠাঁই করেছে কোন পুনর্বাসন ছাড়াই  তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, টাকাওয়ালারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাজার হাজার বিঘা খাসজমি দখল করে রেখেছে এদের বিষয়ে সরকার নিশ্চুপ। শুধু টিভিতে প্রচার নয় ভূমিদস্যুদের কবল থেকে খাসজমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে জোর দাবি জানান নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।