রংপুরে বিএনপির আমলে একতরফা নির্বাচনের নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা 

রংপুরে বিএনপির আমলে একতরফা নির্বাচনের নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা 

স্টাফ রিপোর্টার ♦ ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারী বিএনপি সরকারের আমলে একতরফা নির্বাচনের নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা করেছে মহানগর আওয়ামী লীগ। সোমবার দুপুরে বেতপট্টিস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 
এরপর কাচারী বাজার চত্ত¡রে মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি’র সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 
এতে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সহ-সভাপতি অ্যাড দিলশাদ ইসলাম মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ রশীদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন।  
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রæয়ালী বিএনপি সরকার একতরফা নির্বাচন করে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এই দেশে কখনো একতরফা নির্বাচন হতে পারে না। বিএনপি’র তৈরী করা একতরফা নির্বাচনের সংস্কৃতি থেকে সরে এসে আওয়ামী লীগ সরকার দেশের জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে এনেছে। রাষ্ট্রের বিরুদ্ধে যে কোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার ঘোষনা দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।