২৪৬ এই অলআউট বাংলাদেশ

২৪৬ এই অলআউট বাংলাদেশ

নিউজডোর স্পোর্টস ডেস্ক ♦ বাংলাদেশ-শ্রীলঙ্কা মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে ২৪৬ রানে অলআউট বাংলাদেশ। হাতে ছিল আরও ১১টি বল। আজও এ রান করতে হয়েছে মুশফিক-মাহমুদুল্লাহ জুটিকে। তবে আজ রান পাননি তামিম।

টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। লিটনের আগেই এবার সাজঘরে ফিরেন তামিম। তামিম ফিরেন ১৩ রান করে। পরপরই সাকিব ফিরেন শূণ্যতে। তবে লিটন করেছেন ২৫, ৪২বল খেলে।

মিডিল ওর্ডারে আবারও নির্ভর করতে হয়েছে বাংলাদেশকে। ভায়রা ভাইয়ের (মুশফিক-মাহমুদুল্লাহ) ৮৭ রানের পার্টনারশিপ কিছুটা স্বস্তি আনে দলকে। তবে মাহমুদুল্লাহ ফেরার পর আফিফ ১০ মেহেদী শূণ্য এবং সাইফুদ্দিন করে ১১রান। মাহমুদুল্লাহর আগে নামা মোসাদ্দেকও তেমন একটা সুবিধা করতে পারেননি, করেছেন ১০ রান।

এ ম্যাচে এপর্যন্ত টাইগারদের প্রাপ্তি মুশফিকের ১২৫ রানের ইনিংস। এছাড়াও মাহমুদুল্লাহর ৪১রানের ইনিংসটাও অনেকটা সাহায্য করেছে দলকে এগিয়ে নিতে।

 

অন্যদিকে  শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন দুসমান্তা চামিরা ও সান্দাকান।