শ্রদ্ধা আর ভালোবাসায় জাতীয় শোক দিবস পালিত
ভবন-প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন
মোঃ আরমান হোসেন (দিনাজপুর) ♦ ১৫ আগষ্ট স্বাধীনতার স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস দিনাজপুরে শ্রদ্ধা, আলোচনাসভা এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হলো।
সকাল ৯ টায় জেলা প্রশাসক চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি,জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী,পুলিশ সুপার আনোয়ার হোসেন সর্বপ্র পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ মাসুদ আলম, সহ- সভাপতি মোঃ শহীদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী ও মুক্তিযোদ্ধা, সরকারী বেরকারী প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। ১৫ আগষ্ট সূর্যোদয়ের সাথে সাথে সরকারী আধা সরকারী প্রতিষ্ঠান ও ভবন সমুহে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়।