মরা তিস্তা উদ্ধারে প্রসংশায় নদী রক্ষা কমিশন

মরা তিস্তা উদ্ধারে প্রসংশায় নদী রক্ষা কমিশন

স্টাফ রিপোর্টার ♦ রংপুরের বদরগঞ্জে দুইশ বছর পর মরা তিস্তা নদী খনন ও পানির প্রবাহ নিশ্চিত করায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন। সংস্থার চেয়ারম্যান এএসএম আলী কবির স্বাক্ষরিত একটি চিঠি রোববার বরেন্দ্রের নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদের কাছে এসে পৌঁছেছে।

ওই চিঠিতে বলা হয়, মরা তিস্তা নদীকে প্রবাহমান, দখল ও দূষণমুক্ত রাখার জন্য আপনার প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যহত থাকবে বলে আমরা আশাকরি। উল্লেখ্য, ১৭৮৭ সালে সংঘটিত ভূমিকম্প ও ভয়াবহ বন্যার ফলে তিস্তা তার গতিপথ পরিবর্তন করে। ফলে তিস্তা গতিপথ পরিবর্তন করায় কয়েক বছরের মধ্যে অস্তিত্ব  হারিয়ে যেতে বসে মরা তিস্তা নদী।