রংপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

রংপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

স্টাফ রিপোর্টার ♦ “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। মঙ্গলবার বেলুন উড়িয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে টাউন হল চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে নগরীর ক্রিকেট গার্ডেনস্থ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশে^র হাসান ও পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী । এরপরে টাউন হলে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশে^র হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আবু জাফর। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। এসময় বক্তারা বলেন, দেশে আমিষের চাহিদা মেটাতে মৎস্যজীবীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। মাছ শুধু আমরাই খাবো না, বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিকে সচল করতে হবে। এসময় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।