ফাইনাল পরীক্ষার দাবীতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছে বেরোবি শিক্ষার্থীরা

ফাইনাল পরীক্ষার  দাবীতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছে বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি ♦ অনার্স ফাইনাল পরীক্ষার তারিখ ঘোষনার দাবীতে আবারও আন্দোলনে নেমেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার দুপুরে প্রশাসনিক ভবনে তালা মেরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করেছে তারা।

প্রশাসনিক ভবনের দুটি গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, প্রশাসনের চরম দায়িত্বহীনতার কারণে ৪ বছরের অনার্স কোর্স ৬ বছরেও শেষ হচ্ছে না। সেশনজটের যাতাকলে পড়ে শিক্ষার্থীদের জীবন ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। করোনাক্রান্তিতে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে অনার্স ফাইনাল পরীক্ষা নেয়ার দাবী জানান। দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষনাও দেয়া হয়।

এর আগে গত ২৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও মানববন্ধন সমাবেশ করে পরীক্ষার দাবী জানান। এ সময় সহকারী প্রক্টর পরীক্ষার বিষয়ে ৩ দিনের সময় চেয়ে আন্দোলন থেকে ঘরে ফেরান শিক্ষার্থীদের।