রংপুরে ‘খটখটিয়া নদী সুরক্ষায় করনীয়’ শীর্ষক সভা

রংপুরে ‘খটখটিয়া নদী সুরক্ষায় করনীয়’ শীর্ষক সভা

স্টাফ রিপোর্টার ♦ রংপুরে রিভারাইন পিপলের আয়োজনে বদরগঞ্জের ‘খটখটিয়া নদী সুরক্ষায় করনীয়’ শীর্ষক সভা হয়েছে। গতকাল রোববার (৫ নভেম্বর) বিকেলে বদরগঞ্জের গাছুয়াপাড়ায় নদীর তীরে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সদস্য রাকিবুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রিভারাইন পিপলেলর পরিচালক ড. তুহিন ওয়াদুদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বেরোবি’র বাংলা বিভাগের শিক্ষক খাইরুল ইসলাম,  রিভারাইন পিপলে তিস্তা সুরক্ষা কমিটির আহŸায়ক মঞ্জুর আরিফ, নদী কর্মী মোশারফ হোসেন, স্থানীয় বাসিন্দা নুর মজিদ, মোকদ্দেসসহ অন্যরা। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, নদীটি পানি উন্নয়ন বোর্ড কিংবা জাতীয় নদী রক্ষা কমিশনের তালিকায় নেই। নদীটির ওপর অনেকগুলো সেতু আছে যা নদীর প্রস্থের চেয়ে অনেক ছোটো। নদীটিতে অবৈধ দখল আছে। সিএস নকশায় এটি নদী হিসেবে রেকর্ডকৃত। সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে নদীটি মুক্ত করার দাবি জানান।