রংপুর নগরীতে এলইডি সড়ক বাতি প্রজ্জ্বলনের উদ্বোধন

অপরাধ-সন্ত্রাস রোধে নগরীর আরও সাড়ে ৩ কিলোমিটার সড়ক এলইডি বাতির আওতায়

রংপুর নগরীতে এলইডি সড়ক বাতি প্রজ্জ্বলনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ♦ অপরাধ-সন্ত্রাস রোধসহ পর্যাপ্ত আলোয় রংপুর নগরবাসীর যাতায়াতের সুবিধার্থে পার্কের মোড় থেকে সাতমাথা পর্যন্ত সাড়ে কিলোমিটার মহাসড়কে এলইডি সড়ক বাতি প্রজ্জ্বলনের উদ্বোধন হয়েছে। সোমবার রাতে সাতমাথা মোড়ে সুইচ চেপে এর উদ্বোধন করেন, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, কাউন্সিলর মাহাবুবর রহমান মঞ্জু, মালেক নিয়াজ আরজু, মুক্তার হোসেন, রহমতুল্লা বাবলা, জাতীয় পার্টি রংপুর মহানগর কমিটির যূগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, আনিছুর রহমান আনিছ, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র মোস্তফা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতার কারণে রংপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম অব্যহত রয়েছে। আমাদের মেয়াদে ১১ কোটি টাকার কাজ বাস্তবায়ন হচ্ছে। নগরীর রাস্তা-ঘাট, ব্রীজ, কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়নকৃত ডিপিপি অর্থায়নে প্রায় সাড়ে কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক সড়ক বাতি প্রকল্পের আওতায় রংপুর নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এলইডি লাইট স্থাপনের কাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে নগরীর প্রত্যেক এলাকায় সড়ক বাতি স্থাপন করা হবে। এতে করে নগরবাসীর রাতে চলাফেরার অনেক সুবিধা হবে এবং চুরি, ছিনতাইসহ নানা অপরাধ কর্মকান্ড কমে যাবে।