রংপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আবজার রড সোজা করতে গেলে রডটি পল্লী বিদ্যুতের তারের সাথে জড়িয়ে যায়।

রংপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ♦ রংপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবজার রহমান (৪২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সাহেবগঞ্জ বটতলা এলাকার দিনার ভাটার নব-নির্মিত ভবনের ছাদ ঢালাইয়ের সময় এ দূর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন হারাগাছ থানার ওসি রেজাউল করিম । 
আবজার রহমান কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের ভেতরকুটি জয়বাংলা বাজারের মৃত হোসেন আলীর ছেলে।  
শ্রমিকদের বরাত দিয়ে ওসি জানান, বুধবার দিনার ইটভাটার একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় নির্মাণ শ্রমিক আবজার রড সোজা করতে গেলে রডটি পল্লী বিদ্যুতের তারের সাথে জড়িয়ে যায়। এতে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ সময় অন্যান্য শ্রমিকরা আবজারকে উদ্ধার করে হারাগাছ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  
হারাগাছ থানার ওসি রেজাউল করিম বলেন, বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনায় এক শ্রমিক মারা গেছে। পুলিশ এখনও ঘটনাস্থলে রয়েছে।
এ ব্যাপারে হারাগাছ জোনাল অফিসের পরিচালক ফারুক হোসেন বলেন, শ্রমিকের অসচেতনতার অভাবে এ দূর্ঘটনা ঘটেছে। দূর্ঘটনার শংঙ্কা রয়েছে আগে জানালে আমরা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে রাখতাম।