এবার অর্ধেক যাত্রী বহন করতে হবে নৌযানকে

এবার অর্ধেক যাত্রী বহন করতে হবে নৌযানকে
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধরী। (ছবি: ডেইলি স্টার)

নিউজডোর ডেস্ক ♦ করোনা সংক্রমণের বিস্তার ঠেকাতে গণপরিবহনের মতো এবার অর্ধেক যাত্রী বহন করতে হবে নৌযানকে। যা কার্যকর হবে পহেলা এপ্রিল হতে। বুধবার (৩১মার্চ) সকালে সচিবালয়ের এক বৈঠকে এ তথ্য সাংবাদিকদের জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধরী।

যেহেতু বাসে অর্ধেক যাত্রী উঠানোয় বাসভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে, তেমনি লঞ্চ মালিকরাও ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। লঞ্চ মালিকদের ভাড়া বাড়ানোর দাবি বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।

বুধবার (৩১মার্চ) থেকে সারাদেশে গণপরিবহনে ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এ আদেশ আগামী দু’সপ্তাহ বহাল থাকবে।

গত সোমবার (২৯মার্চ) করোনা সংক্রমণ রোধে সরকারের পক্ষ থেকে আগামী দুই সপ্তাহের জন্য ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। যেখানে, গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ দেয়া হয়েছে।