সময় আছে ৩ দিন, বোনাস পাননি অর্ধেক গর্মেন্ট শ্রমিক

সময় আছে ৩ দিন, বোনাস পাননি অর্ধেক গর্মেন্ট শ্রমিক

নিউজডোর ডেস্ক ♦ পবিত্র ঈদ উল ফিতরের আগে গার্মেন্টস শ্রমিকদের কাজের দিন বাকি মাত্র তিনদিন। বুধ বৃহস্পতি এবং আগামী শনিবার বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা রেখে দেওয়া হবে শ্রমিকদের বেতন বোনাস।

তবে মঙ্গলবার পর্যন্ত চলতি এপ্রিল মাসের বেতন ও ঈদের বোনাস দিতে পারেনি অর্ধেক গার্মেন্টস কারখানা। এমনটেই জানিয়েছেন শ্রমিক নেতারা। খবর কালেরকণ্ঠর

তবে বিজিএমইএ নেতারা বলছেন, এবার ঈদের আগে বেতন বোনাস দেয়া নিয়ে কোনো সংকট নেই। এখনো পর্যন্ত সুন্দরভাবে বেতন-বোনাস দেওয়া হচ্ছে। দুই একটি কারখানা ছাড়া তেমন সংকট নেই।

অন্যদিকে ঢাকার উত্তরার ইন্ট্রাকো গার্মেন্টেসের দুটি কারখানার প্রায় ১১০০ শ্রমিকের বেতন-বোনাস জটিলতা অবশেষে কাটলো। মঙ্গলবার শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের উপস্থিতিতে সচিবালয়ে এক বৈঠকে বিজিএমই নেতা, ইন্ট্রাকো গার্মেন্টস কর্তৃপক্ষ এবং শ্রমিক নেতাদের সমন্বয়ে সিদ্ধান্ত হয় যে, ২৮ এপ্রিল মার্চ মাসের বেতন দেবে ইন্ট্রাকো কর্তৃপক্ষ এবং ৩০ এপ্রিল ঈদ বোনাস দেবে।