‘ঈদের দিন’ উত্তরাঞ্চলসহ সারাদেশে বৃষ্টির শঙ্কা

টানা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে

‘ঈদের দিন’ উত্তরাঞ্চলসহ সারাদেশে বৃষ্টির শঙ্কা

নিউজডোর ডেস্ক ♦ ২ মে তে ঈদ উল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যদি চাঁদ দেখা না যায় তাহলে ঈদ হচ্ছে ৩ মে। যদি রোজা ২৯টি হয় তাহলে ঈদ হচ্ছে ২ মে। এদিকে আবহাওয়া অফিস বলছে ২ মে থেকে ৮ মে পর্যন্ত সারাদেশে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান মঙ্গলবার এতথ্য জানান। খবর:বাসসের

তিনি জানান, ২ মে থেকে সারাদেশে তাপমাত্রা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, আগামী মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে। বৃষ্টিপাত বাড়বে দেশের উত্তরাঞ্চলসহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলেও।

আবহাওয়া অধিদপ্তরের এপ্রিল থেকে জুন পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।