আবারও শুরু হলো টিসিবির পণ্য বিক্রি

নিম্ন আয়ের ১ কোটি পরিবারের মধ্যে এ পণ্য বিক্রি করা হবে

আবারও শুরু হলো টিসিবির পণ্য বিক্রি

নিউজডোর ডেস্ক ♦ সারাদেশে আবারও শুরু হয়েছে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। দেশের ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের ১ কোটি পরিবারের মধ্যে এ পণ্য বিক্রি করা হবে। মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, সরকার দেশের ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের ১ কোটি পরিবারের মাঝে এই ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি অব্যাহত রাখবে।

তিনি আরও বনে, “শোকাবহ আগস্টে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ নির্ধারিত মূল্যে বিক্রি শুরু করা হলো। এসব পণ্য এক কোটি কার্ড হোল্ডারের কাছে বিক্রি করা হবে।