সোমবার থেকে তিনদিন বন্ধ থাকবে গণপরিবহন, চলবে রিকশা

থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল।

সোমবার থেকে তিনদিন বন্ধ থাকবে গণপরিবহন, চলবে রিকশা

নিউজডোর ডেস্ক ♦ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে আসছে সোমবার থেকে সারাদেশে তিনদিন গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ। তবে রিক্সা চলবে, এছাড়াও মার্কেট, শপিংমল, বিনোদন কেন্দ্র ও কমিউনিটি সেন্টার বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়।

রোববার (২৭ জুন) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, সোমবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে। সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ব্যতিত সব গণপরিবহন বন্ধ থাকবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহলের মাধ্যমে উপরোক্ত বিষয়গুলো নিশ্চিত করবে।

এদিকে রোববার (২৭জুন) দেশে করোনায় আরও ১১৯ জনের মৃত্যু হয়েছে। যা এপর্যন্ত দেশে এটিই সর্বোচ্চ মৃতের সংখ্যা। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ হাজার ১৭২জন।