রংপুরে র‌্যাবের অভিযানে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

রংপুরে র‌্যাবের অভিযানে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

এহসানুল হক সুমন ♦ রংপুর নগরীতে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এরা হলো, রংপুর নগরীর সান্টু মোল্লা (২০), নাজমুস সাকিব (১৮), আদিল হোসেন (১৮) ও নুর ইসলাম রাজ (১৬)।

রোববার রাতে র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ জানান, ২২ জুন বিক্রয় ডটকমে নাজমুস সাকিব নীলফামারী জেলার ঠিকানা দিয়ে মোবাইল বিক্রির বিজ্ঞাপন দেয়। পরবর্তীতে সে নিজেকে থানার ওসি বলে পরিচয় দেয়। বিজ্ঞাপনে আকর্ষনীয় অফার দেখে রেজাউল করিম নামে এক ব্যক্তি একাধিকবার মোবাইলে কথা বলে নিশ্চিত হওয়ার পর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সাকিবকে টাকা প্রদান করে। মোবাইল কুরিয়ারের মাধ্যমে দেওয়ার কথা থাকলেও সাকিবসহ প্রতারক চক্র ফোনটি আর রেজাউলকে দেয়নি।

এ ঘটনায় রেজাউল করিম বাদী হয়ে র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে র‌্যাব-১৩ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় নগরীর চারতলা মোড়স্থ নুরুজ্জামানের চা ঘর দোকানে অভিযান চালিয়ে নাজমুস সাকিবসহ প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র‌্যাবের কাছে প্রতারণার দায় স্বীকার করেছে। এ ঘটনায় র‌্যাব রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে।