রংপুরে হাতকড়া ফেরত দিতে এসে  মাদক ব্যবসায়ীর ছোট ভাই গ্রেফতার 

এসময় তার কাছ থেকে গাঁজা পাওয়া যায় বলে জানায় পুলিশ

রংপুরে হাতকড়া ফেরত দিতে এসে  মাদক ব্যবসায়ীর ছোট ভাই গ্রেফতার 

স্টাফ রিপোর্টার ♦ রংপুরে হাতকড়াসহ মাদক বিক্রেতা সুভাষ চন্দ্র দাস (৪৫) পালিয়ে গেছেন। পরে থানায় হাতকড়া ফেরত দিতে এসে গ্রেফতার হয়েছে তার ছোট ভাই সুশীল চন্দ্র দাস। হাতকড়াসহ আসামী পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের একজন এসআই ও একজন এএসআইকে ক্লোজড করা হয়েছে। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান। তিনি জানান, গত বুধবার বিকেলে মিঠাপুকুর উপজেলা মির্জাপুর ইউনিয়নের তুলসীডাঙ্গা বিল এলাকায় মাদক বিরোধী অভিযান চালান বৈরাতি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ইউনুস আলী ও এএসআই রবিউল ইসলামসহ পুলিশ সদস্যরা। এসময় তারা মাদক ব্যবসায়ী সুভাষ চন্দ্র দাসকে আড়াই’শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে ইমাদপুর ইউনিয়নের ফরিদপুর এলাকার দুলু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সুযোগ বুঝে সুভাষ হাতকড়াসহ পালিয়ে যায়। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করতে পারেনি। পরদিন বৃহস্পতিবার সুভাষের ছোট ভাই সুশীল থানায় হাতকড়া ফেরত দিতে আসলে পুলিশ তাকে গ্রেফতার করে। দায়িত্বে অবহেলায় শুক্রবার সন্ধ্যায় ওই দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়। মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, এ ঘটনায় মিঠাপুকুর থানায় মামলা করা হয়েছে। দুই পুলিশকে ক্লোজড করা হয়েছে।