রংপুরে নির্মাণাধীন মসজিদের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু

এহসানুল হক সুমন ♦ রংপুরে নির্মাণাধীন মসজিদের ছাদ থেকে পড়ে নুরুজ্জামান সরকার (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নুরুজ্জামান সরকার দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের আছর উদ্দিনের ছেলে।
পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে পীরগঞ্জ উপজেলার খালাশপীরহাটে একটি মসজিদের নির্মাণ কাজ করছিলেন নুরুজ্জামান। এরই এক পর্যায়ে অসাবধানতাবশত তৃতীয় তলার ছাদ থেকে পা পিছলে নিচে পড়ে যান। এ সময় সহযোগিরা তাকে উদ্ধার করে রমেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।