এসএসসি পরীক্ষা ৩০ শতাংশ সিলেবাসে কমাতে দিনাজপুরে মানববন্ধন

পুরো বিষয়ে পরীক্ষায় অংশ নিলে বেশীর ভাগ পরীক্ষার্থী প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারবেনা

এসএসসি পরীক্ষা ৩০ শতাংশ সিলেবাসে কমাতে দিনাজপুরে  মানববন্ধন

 মোঃ আরমান হোসেন (দিনাজপুর) ♦ ২০২২ সালের এসএসসি পরীক্ষা ৩০ শতাংশ সিলেবাসে কমিয়ে আনার দাবিতে আজ রবিবার সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে ২২তম ব্যাচের এসএসপি পরীক্ষার্থীরা। এতে দাবি সম্মলিত প্লাকার্ড হাতে অংশ নেন সেন্ট ফিলিপস, আমেনা বাকী, কালেক্টরেট এবং জিলা স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এক দফা দাবির পক্ষে বিভিন্ন শ্লোগান দিয়েছে তারা।

আন্দোলনকারি শিক্ষার্থীরা দাবি করছে, অতিমারি করোনার কারনে পরীক্ষা ছাড়াই তারা ৯ম শ্রেণি থেকে ১০ম শ্রেনিতে উন্নিত হয়েছেন। একারনে বিভিন্ন বিষয়ে শিক্ষা থেকে তারা কিছুটা পিছিয়ে পড়েছেন। ২০২২ সালের পরীক্ষার্থীদের মাত্র ৮ মাসের মত ক্লাশ পাবার সময় রয়েছে তাদের। এত অল্প সময়ের মধ্যে পুরো বিষয়ে পরীক্ষায় অংশ নিলে বেশীর ভাগ পরীক্ষার্থী প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারবেনা বলে অভিযোগ তুলেছেন তারা। একরনে ৩০ শতাংশ (সর্ট সিলেবাসে) পরীক্ষার গ্রহনের দাবি করছেন তারা।
কর্মসূচি নেতৃত্ব দেয় সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাফিন, কালেক্টরেট হাই স্কুলের তুষার, আমেনা বাকী স্কুলের সাফা, পুলিশ লাইন্স স্কুলের নিলয়সহ অন্যান্যরা।