বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরসহ অবমাননার প্রতিবাদে  রংপুরে  প্রতিবাদ কর্মসূচী পালিত

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরসহ অবমাননার প্রতিবাদে  রংপুরে  প্রতিবাদ কর্মসূচী পালিত

স্টাফ রিপোর্টার ♦ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরসহ অবমাননার প্রতিবাদে রংপুরে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। শনিবার সকালে নগরীর টাউন হলে বিভাগীয় ও জেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ করে।

এতে রংপুর বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ বিভাগ, কর বিভাগ, শিক্ষা বিভাগ, চিকিৎসা বিভাগ, প্রকৌশল বিভাগ, কৃষি বিভাগসহ সকল সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মোঃ মাসুদ রানাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। সভায় ভাস্কর্য ভাংচুর ও বঙ্গবন্ধুর অবমাননার প্রতিবাদে তীব্র নিন্দা জ্ঞাপনসহ বঙ্গবন্ধুকে অবমাননার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণের দাবী জানানো হয়।

এদিকে একই দাবীতে দুপুরে রংপুর প্রেসক্লাবে এফবিসিসিআইয়ের উদ্যোগে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এতে রংপুরের সকল ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।

মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন, রংপুর চেম্বারের সহ-সভাপতি মনজুর আহমেদ আজাদ, পরিচালক পার্থ বোস, মোঃ রিয়াজ শহিদ শোভন, মোঃ জুলফিকার আজিজ খাঁন ভুট্টু, মোঃ আকবর আলী, খেমচাঁদ সোমানী রবি, রংপুর চেম্বারের সচিব ড. মোঃ রেজা-উন-নূর, মেট্রোপলিটন চেম্বারের পরিচালক সাব্বির আহমেদ, অমিত বণিক, মোস্তফা জামাল সুমনসহ অন্যরা।