গঙ্গাচড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ♦ রংপুরের গঙ্গাচড়ায় রবিবার যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে গঙ্গাচড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, গঙ্গাচড়া মডেল থানা পুলিশ, আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনপি, জাসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, মটর শ্রমিক ইউনিয়ন, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।
এছাড়া রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাত ফেরী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ রুহুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরিফুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাজু মিয়া ও রাবিয়া বেগম, গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিয়া, শিক্ষার্থী সুস্মিতা সরকার পুজা।
বক্তারা নতুন প্রজন্মের কাছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনা ছড়িয়ে দেয়ার আহŸান জানান।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের নেয়া বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। আলোচনা সভাটি সঞ্চালনা করেন কলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এস এম জাকিউল ইসলাম স্বপন।