পণ্যের দাম কমানো-টিসিবির প্যাকেজ সিস্টেম বাতিলের দাবি

রংপুর প্রেসক্লাব থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত মিছিল করে বাসদ

পণ্যের দাম কমানো-টিসিবির প্যাকেজ সিস্টেম বাতিলের দাবি
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ধর্মঘট পালন করে বাসদ

স্টাফ রিপোর্টার ♦ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানো টিসিবির পণ্যে প্যাকেজ সিস্টেম বাতিলের দাবিতে বাসদ (মার্কসবাদী ‘র ধর্মঘট অনুষ্ঠিত  হয়েছে। রোববার (১২ডিসেম্বর) সকাল ১১টায় বাসদ(মার্কসবাদী), রংপুর জেলা শাখার উদ্যোগে দাবিতে রংপুর প্রেসক্লাব চত্ত্বর থেকে বিক্ষোভ-মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ধর্মঘট পালন করে বাসদ

বিক্ষোভে গ্রাম-শহরে শ্রমজীবী নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু,টিসিবির পণ্য বিক্রিতে প্যাকেজ সিস্টেম বন্ধ,বর্ধিত মূল্য প্রত্যাহার ভোজ্যতেল, চাল,ডাল,আটা,চিনিসহ সকল খাদ্যপণ্য, এলপিজি গ্যাস, ডিজেল কেরোসিনের দাম কমানোর দাবি জানানো হয়।

উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ(মার্কসবাদী), রংপুর জেলার সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু।

বক্তব্য রাখেন পার্টির জেলা কমিটির সদস্য আহসানুল আরেফিন তিতু, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশন, রংপুর জেলার সাধারণ সম্পাদক সুরেশ বাসফোর,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট,রংপুর মহানগরের আহ্বায়ক সাজু বাসফোর প্রমুখ।

 বক্তারা বলেন, দেশে চাল,ডাল,ভোজ্যতেল, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির ফলে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। দুর্নীতিবাজ ব্যবসায়ী সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে।সরকার এদের নিয়ন্ত্রণ না করে অবাধ লুটপাটের ক্ষেত্র তৈরি করে দিয়েছে।করোনা মহামারীর কবলে পড়ে একদিকে বেকারত্ব যেমন বৃদ্ধি পেয়েছে,অন্যদিকে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি গোদের উপর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে।ফলে মানুষের জীবন বাঁচানোই দূর্বিষহ হয়ে পড়েছে।তাই অবিলম্বে দ্রব্যমূল্য কমানো,টিসিবির পণ্যের দাম কমিয়ে পর্যাপ্ত বিক্রির পাশাপাশি সকল শ্রমজীবী-নিম্ন আয়ের মানুষের জন্য রেশন চালু জরুরী হয়ে পড়েছে।বাসদ(মার্কসবাদী)' অবস্থান ধর্মঘট থেকে অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের জন্য দাবি জানানো হয়।এছাড়া রংপুর সিটি কর্পোরেশনের কলেজপাড়া,সেনপাড়াসহ বিভিন্ন জায়গায় ভূমিদস্যুরা গরীর মানুষকে বসতবাড়ি থেকে উচ্ছেদ করে জমি দখলের পায়তারা করছে।এসব ভূমিদস্যুদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহনেরও দাবি জানান নেতৃবৃন্দ।