হাটে বসে সবজি বিক্রি নিয়ে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক

লতি বেচা নাকি আমার অভিনয়

হাটে বসে সবজি বিক্রি নিয়ে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক

নিউজডোর ডেস্ক ♦ নিজ জমিতে চাষ করা প্রায় ১৬ কেজি কচুর লতি হাটে বসে বিক্রি করেছিলেন বরিশাল ট্রাস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও মার্কেটিং বিভাগের প্রধান ড. আবু বকর সিদ্দিক প্রিন্স। ডক্টরেট ডিগ্রিধারী আবু বকর সিদ্দিককে হাটে বসে সবজি বিক্রি করতে দেখে অবাক হয়েছেন অনেকে। ছবিও তুলেছেন, আবার সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ ভাইরালও হয়েছে। তার এরকম কর্মকাণ্ড যেমন সুনাম কুড়িয়েছে আবার অনেক নেতিবাচক মন্তব্যও করেছেন। তারা বলছেন এগুলো অভিনয়।

অধ্যাপক আবু বকর সিদ্দিক প্রিন্স এর জবাব দিয়েছেন। তিনি ফেসবুকে এ বিষয় লিখেন, লতি বেচা নাকি আমার অভিনয় ছিল। কথাটা ঠিক, কারণ, অভিনয় করে লতি বেইচা আমার রাইতে খামারের ১৫০০ টাকার বাজার করে নিয়ে যাইতে হইছে ৭/৮ জন কামলার খাবার যোগানের জন্য।যেমনটা একজন অভিনয় শিল্পী অভিনয় করে সংসার চালান। ২০ শতাংশ জমিতে আমার ৫০ হাজার টাকা ইনভেস্ট হইছে, চেহারা দেইখা মানুষ ফাও দেয় না।

উল্লেখ্য, ড. আবু বকর সিদ্দিক প্রিন্স একজন সৌখিন কৃষক। তিনি উন্নত মানের ফলের বীজ সংগ্রহ করে তারা বাগানে রোপন করেন। আবার নিজেই তা বাজারে বিক্রি করেন।