যেকোন সময় গ্রেফতার হতে পারেন, তাহসান-মিথিলা-ফারিয়া

পুলিশের নজরদারিতে রয়েছেন এই তিন অভিনেতা

যেকোন সময় গ্রেফতার হতে পারেন, তাহসান-মিথিলা-ফারিয়া

নিউজডোর ডেস্ক ♦ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এক গ্রাহকের করা মামলায় যেকোন সময় গ্রেফতার হতে পারেন অভিনয় শিল্পী তাহসান রহমান খান, রাফিয়াথ রশিদ মিথিলা ও শবনম ফারিয়া।

রাজধানীর ধানমন্ডি থানায় ৪ ডিসেম্বর প্রতারণার এই মামলাটি করেন ইভ্যালির গ্রাহক সাদ স্যাম রহমান।

শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।

তিনি জানান, মামলায় কয়েকজন বাংলাদেশি সেলিব্রেটির নাম রয়েছে। এর মধ্যে তাহসান, মিথিলা ও শবনম ফারিয়া রয়েছেন। তারা এ মামলার ৭,৮ ও ৯ নম্বর আসামি। তারা আমাদের নজরদারিতে আছেন। যেকোন সময় তারা গ্রেফতার হতে পারেন।

জনপ্রিয় গণমাধ্যম প্রথম আলোর সাথে মুঠোফোনের মাধ্যমে রাফিয়াথ রশিদ মিথিলা বলেন, ‘আমি এ বিষয়ে লিগ্যাল কোনও নোটিশ পাইনি। এ বিষয়ে ডিটেইল কিছুই আমি জানিনা।’