রংপুরে বিএনপি নেতা  রইচ আহমেদের দাফন সম্পন্ন

রংপুরে বিএনপি নেতা  রইচ আহমেদের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার ♦ রংপুর জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, মহানগর বিএনপি’র যুগ্ম আহŸায়ক, বিশিষ্ট ঠিকাদার ও সংগঠক রইচ আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না.... রাজেউন। মঙ্গলবার (১৩ জুন) সকাল সাড়ে ৭টায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। রইচ আহমেদ  রংপুর সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি ও রংপুর জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি রংপুর-১ গংগাচড়া আসনের বিগত জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন পরে জোটগত কারণে প্রার্থীতা প্রত্যাহার করেন। তার জানাজার নামাজ মঙ্গলবার বাদ আসর নগরীর জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। এরপর তাকে মুন্সিপাড়া কবর স্থানে দাফন করা হয়। বিএনপি নেতা রইচ আহমেদের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও সৈয়দ জাহাঙ্গীর আলমসহ বিএনপির কেন্দ্রীয়, রংপুর বিভাগের জেলা উপজেলার নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।