মুজিববর্ষ উপলক্ষে তিস্তায় ৪৬ কিলোমিটার সাঁতারে প্রথম রাব্বি

মাত্র ৫ ঘন্টা ৩৮ মিনিট  তিস্তা ব্যারেজ ডালিয়া থেকে  শেখ হাসিনা সেতু মহিপুর পর্যন্ত ৪৬ কিলোমিটার পাড়ি

মুজিববর্ষ উপলক্ষে তিস্তায় ৪৬ কিলোমিটার সাঁতারে প্রথম রাব্বি

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ♦ মুজিববর্ষ উপলক্ষে রংপুরে শেখ কামাল তিস্তা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লালমনিরহাটের তিস্তা ব্যারেজ  ডালিয়া পয়েন্ট থেকে ৪৬ কিলোমিটার পাড়ি দিয়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের শেখ হাসিনা সেতু এলাকায় এসে পৌঁছায় ১৪ জন সাঁতারু। এতে নারীরাও অংশগ্রহণ করেন। মাত্র ৫ ঘন্টা ৩৮ মিনিট  ২৬ সেকেন্ডে তিস্তা ব্যারেজ ডালিয়া থেকে  শেখ হাসিনা সেতু মহিপুর পর্যন্ত ৪৬ কিলোমিটার পাড়ি দিলেন বগুড়ার দশম শ্রেণির ছাত্র রাব্বি রহমান। তার বাবা  আলালুর রহমান সাঁতার প্রশিক্ষক। ১৪ বছরের রাব্বি ২০২০ সালে বাংলা চ্যানেল পাড়ি দিতে ৪০ জনের মধ্যে ১ম হয়েছিলো। ৫ ঘন্টা ৫৫ মিনিট ৫০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন সাইফুল ইসলাম রাসেল।  তার বাড়ি বরগুনা জেলায়।  ৬ ঘন্টা ১ মিনিট ৩৬ সেকেন্ড সময় নিয়ে তৃতীয়স্থান অধিকার করেন মিতু আক্তার।  মিতু আক্তারের বাড়িও বগুড়া জেলায়। তিনি অনার্সের শিক্ষার্থী। এই সাঁতার প্রতিযেগিতা উপভোগ করেন তিস্তার দুই পাড়ের হাজার হাজার মানুষ। 

শনিবার সকালে তিস্তা ব্যারেজ এলাকায় আনুষ্ঠানিকভাবে তিস্তা সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, পানি উন্নয়ন বোর্ডের ডালিয়ার নির্বাহী প্রকৌশলী আসাফুদৌল্লাহ।  বিকেলে মহিপুর শেখ হাসিনা সেতু এলাকায় জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্য রাখেন রংপুর -১ গঙ্গাচড়া আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা এমপি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম, রংপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর সিটি করপোপোরেশনের প্যানের মেয়র মাহামুদুর রহমান টিটু প্রমুখ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননা স্বারক প্রদান করা হয়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া কার্যালয়ের উদ্যোগে এ দীর্ঘ সাঁতার অনুষ্ঠিত হয়।