রংপুর-দিনাজপুর র্যাবের যৌথ অভিযানে ১৮ কেজি গাঁজাসহ আটক ১
দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার

নিউজডোর ডেস্ক ♦ রংপুর ও দিনাজপুর র্যাবের যৌথ অভিযানে ১৮ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার বুড়িচং লরিবাগ এলাকার মো. রুহুল আমিন মাসুদ ওরফে মামুন (৩৬)
বুধবার (৩ নভেম্বর) এ অভিযান চালানো হয় দিনাজপুর জেলার কাহারোল থানাধীন ১০ মাইল বাসস্ট্যান্ড এলাকায়।
এতথ্য নিউজডোরকে নিশ্চিত করেন করেন র্যাবের সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ।
এবিষয়ে তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশ কিছু দিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কাহারোল থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।