মাহিগঞ্জ বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল নিয়ে আঃলীগের দু’গ্রুপ মুখোমুখি
মোঃ হাসেম আলী ♦ মাহিগঞ্জ বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল চালুকরণ নিয়ে মাহিগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে। এক গ্রুপ প্রয়োজনে লীজ দিয়ে হাসপাতাল চালু করার দাবী জানিয়েছেন। অপর গ্রুপ সরকারীকরণ ছাড়া হাসপাতাল চালু করা যাবে সিদ্ধান্তে অটল রয়েছে। এনিয়ে উভয় গ্রুপ শনিবার দিনভর বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। ইতোমধ্যে হাসপাতালটি চালুর প্রক্রিয়া নিয়ে উভয় গ্রুপ মানববন্ধনসহ বিক্ষোভ সমাবেশ করেছে। হাসপাতালটির মাধ্যমে এলাকার মানুষ স্থায়ীভাবে চিকিৎসাসেবা লাভ করুক সেই আশাবাদ ব্যক্ত করেছেন সচেতনরা।
এ ব্যাপারে সরকারীকরণের দাবী জানিয়ে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাদত লিখন জানিয়েছেন, প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি এ হাসপাতাল এলাকার মানুষের আশানুযায়ী চিকিৎসা সেবা দিতে পারেনি। তাই সরকারীকরণের মাধ্যমেই শুধু সাধারণ গবীর মানুষের চিকিৎসা সেবা পাওয়া সম্ভব বলে তিনি মনে করেন।
অপর গ্রুপ মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আলমগীর চৌধুরী জানান, সরকারী হলে আমরা সাধুবাদ জানাবো। কিন্তু এ মুর্হুতে লীজ দিয়ে চিকিৎসা সেবা চালু করলে অসুবিধা কোথায়।
উল্লেখ্য, ১৯৯৫ সালে বর্তমান সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির আর্থিক অনুদানে প্রতিষ্ঠ এ হাসপাতালটি দীর্ঘ ২৫ বছরে বেশ কয়েকবার বন্ধ ও চালু হয়েছে। সেই ধারাবাহিকতায় বর্তমানেও হাসপাতালটি বন্ধ রয়েছে। অনেকই চালু করণের আশ্বাস দিয়েছেন কিন্তু এলাকার চিকিৎসা সেবা প্রদানের কোন উদ্যোগ স্থায়ী হয়নি।