রমেকে নমুনা পরীক্ষায়  আরও ২০ আক্রান্ত ব্যক্তি শনাক্ত

রমেকে নমুনা পরীক্ষায়  আরও ২০ আক্রান্ত ব্যক্তি শনাক্ত

রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ২০ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ১৭ জন, লালমনিরহাটের ২ জন ও কুড়িগ্রামের ১ জন।

রংপুর জেলায় নতুন আক্রান্তরা হলেন, ডিআইজি অফিসার্স মেসের এক পুলিশ সদস্য (৫৩), রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি (৪৯), রংপুর মেট্রোপলিটন পুলিশের এক সদস্য (২৩), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্নারের এক সিনিয়র স্টাফ নার্স (৪৯), চিকিৎসাধীন এক পুরুষ (৫৭), রংপুর সদরের এক বৃদ্ধ (৭৫), কাউনিয়ার এক নারী (৪৫), মিঠাপুকুরের এক পুরুষ (৩৩), এক পুরুষ (৪৫), কামাল কাছনার এক বৃদ্ধা (৬৫), কুড়িগ্রাম নাগেশ্বরীর এক পুরুষ (৩২), কেরানীপাড়ার এক চিকিৎসক (৬৯), নগরীর খলিফাপাড়ার এক পুরুষ (৫৭), ইসলামবাগের এক পুরুষ (৪৮), বালাপাড়ার এক পুরুষ (৫৪), গুপ্তপাড়ার এক বৃদ্ধ (৬৩), এক চিকিৎসক (৬৩) ও গঙ্গাচড়ার এক পুুরুষ (৫৭)। 

লালমনিরহাট জেলায় নতুন আক্রান্তরা হলেন, লালমনিরহাট ১’শ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন নয়ারহাটের এক পুরুষ (৫৭), এক বৃদ্ধ (৭০)। 

বৃহস্পতিবার ১৬২ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়।  এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। 

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৩ হাজার ৪৯২ জন। সুস্থ্য হয়েছেন, ২ হাজার ৯৪২ জন ও মারা গেছেন, ৫৮ জন।