রমেকে নমুনা পরীক্ষায় আরও ৪৪ আক্রান্ত ব্যক্তি শনাক্ত
এহসানুল হক সুমন ♦ রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ৪৪ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ৩৩ জন, গাইবান্ধার ৬ জন, লালমনিরহাটের ২ জন, কুড়িগ্রাম, পঞ্চগড় ও নীলফামারীর এক জন করে রয়েছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নতুন আক্রান্ত ব্যক্তিরা হলেন, আরটিআই কর্নারের এক সিনিয়র স্টাফ নার্স (৩৪), চিকিৎসাধীন ধাপ চিকলীভাটার এক পুরুষ (৩২), ধাপ পাশারীপাড়ার এক বৃদ্ধা (৬২), আরকে রোডের এক চিকিৎসক (৫৩), হাসপাতালের ডাঃ পিন্নু হোস্টেলের এক চিকিৎসক (২৪), হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধ (৬৫), পীরগাছার এক পুরুষ (৫৯), পঞ্চগড়ের এক নারী (৩৫), নীলফামারী সদরের এক বৃদ্ধা (৬০)।
রংপুর জেলায় নতুন আক্রান্ত হলেন, রংপুর পিবিআইয়ের এক পুলিশ সদস্য (৫০), জেলা পুলিশের এক সদস্য (২৪), নগরীর দর্শনার এক নারী (৪৬), কুকরুলের এক পুরুষ (৬৩), ধাপের এক পুরুষ (৩৮), অপর পুরুষ (৪৬), মুন্সিপাড়ার এক পুরুষ (৩৪), এক নারী (৫০), সাতগাড়ার এক পুরুষ (৪৮), সেন্ট্রাল রোডের এক নারী (৫৩), এক নারী (২৪), সিও বাজারের এক পুরুষ (৪২), সেনপাড়ার এক নারী (৩০), আলমনগর জনতা ব্যাংকের এক পুরুষ (৩৪), এক পুরুষ (৫৪) , লালকুঠির এক চিকিৎসক (৬০), মেডিকেল পূর্বগেটের এক পুরুষ (৩৮), এক পুরুষ (৩৮), আইডিয়াল মোড়ের এক বৃদ্ধ (৭০), এক নারী (৫৬), নীলকন্ঠের এক নারী (২০), ডিসিএ’র এক পুরুষ (৪৬), চেকপোস্টের এক বৃদ্ধা (৬৮), মিঠাপুকুর দূর্গাপুর চিথলী উত্তরপাড়ার এক পুরুষ (৫৫), পীরগঞ্জ প্রজাপাড়ার এক পুরুষ (৩২) ও এক নারী (২৪)।
গাইবান্ধা জেলায় নতুন আক্রান্তরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার প্রফেসর কলোনীর এক নারী (৪৬), হাসপাতাল রোডের এক বৃদ্ধা (৭০), গোবিন্দগঞ্জ মধ্যপাড়ার এক পুরুষ (৩৮), সাঘাটা মন্ডলপাড়ার এক নারী (২৬), এক শিশু (৬), মধুপুরের এক যুবক (২৮)।
লালমনিরহাট, কুড়িগ্রাম জেলায় নতুন আক্রান্তরা হলেন, লালমনিরহাট হাতিবান্ধা বড়াইপাড়ার এক পুরুষ (৩৫), শিংগিমারীর এক পুরুষ ও কুড়িগ্রাম উলিপুর থেতরাইয়ের এক বৃদ্ধ (৬৯)।
বুধবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্তরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুরে করোনায় আক্রান্তের সংখ্যা, ৩ হাজার ৬৩২ জন। সুস্থ্য হয়েছেন, ৩ হাজার ১৮ জন ও মারা গেছেন ৬০ জন।