মনোনয়ন হারালেন প্রধানমন্ত্রীর ভাতিজি জামাই সিরাজুল

নিউজডোর ডেস্ক ♦ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নৌকার মনোনয়ন না পাওয়া প্রধানমন্ত্রীর ভাতিজি জামাই মোঃ সিরাজুল ইসলামের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেয়া মনোনয়নপত্র বাতিল করেছে রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। ভুয়া ভোটার তালিকা জমা দেয়ার অভিযোগে তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে বলে জানানো হয়।

এ বিষয়ে তিনি গণমাধ্যমকে জানান, আমার মূল কাগজপত্রে কোনরকম ভূলত্রুটি পাওয়া যায়নি। পরে ভোটার তালিকায় দু’একজনের নাম ভূর থাকার কারণে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়। পীরগঞ্জ এলাকায় আমার যে জনপ্রিয়তা রয়েছে তাতে করে আমার সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ তাদের জামানত হারাবেন। মূলত তারা এই সমস্যা মোকাবিলা করতেই এ পথ অবলম্বন করেছেন।

তিনি আরও বলেন, এত করে আমি কাউকে দোষারোপ করব না। এটা আমাদের স্বভাব। তবে আমি হাল ছেড়ে দেব না। ইনশাআল্লাহ্ আমি আমার মনোনয়ন বৈধ করিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব।