প্রকৃতির প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে রংপুরে আন্তর্জাতিক বন দিবস পালন
প্রকৃতির জন্য যা ভাল তা নিয়ে গবেষণা করে আগামীতে বনায়ন করা হবে
স্টাফ রিপোর্টার ♦ বনায়নে পছন্দ, আর্থিক ও প্রকৃতির প্রয়োজনীয়তা বিবেচনা আনার উপর গুরুত্বারোপ করে রংপুরে আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে। ‘সুস্থ্য শরীর সুস্থ মন, যদি থাকে সমৃদ্ধ বন’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে রংপুর সামাজিক বন বিভাগ কার্যালয়ে দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সামাজিক বন বিভাগ রংপুরের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বন্য প্রাণি ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায়, সহকারী বন সংরক্ষক মোহাম্মদ রাশিদ আরিফ, রংপুর সদর রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় সামাজিক বন বিভাগের আয়োজনে আলোচনা সভায় সামাজিক বন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন উপজেলা থেকে আগত বন বিভাগের উপকারভোগীরা অংশ নেন।
রংপুরের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে এক প্রজাতির গাছের মাধ্যমে বনায়ন থেকে সরে এসে ফল, কাঠ ও ঔষধী গাছের চারা রোপন করে সমৃদ্ধ বনায়ন তৈরী করতে হবে। রাস্তা, বাড়ির আশপাশে, জমির আইলে, ছাদবাগানে নানা গাছের সমারোহ ঘটাতে হবে। কোন অঞ্চলে কোন ধরের গাছ দ্রæত বেড়ে উঠে এবং প্রকৃতির জন্য ভাল তা নিয়ে গবেষণা করে আগামীতে বনায়ন করা হবে। রোগ-ব্যাধি দূরে এমন গাছ যেমন, নিম, অর্জনসহ অন্যান্য ঔষধী গাছ রোপনের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।