রংপুরে শুরু হলো বাণিজ্যমেলা (ভিডিও)

নিউজডোর ডেস্ক ♦ রংপুরে শুরু হলো বাণিজ্যমেলা ২০২৩। রোববার রংপুর ক্রিকেট গার্ডেন সংলগ্ন মাঠে মেলার প্রধান ফটকে ফুলের ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে মাসব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী টিপু মুনশি বলেন, রংপুর অঞ্চলে রয়েছে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনের উজ্জ্বল সম্ভাবনা। তাই রংপুরের উদ্যোক্তাদেরকে কৃষি পণ্য ব্যবহারের মাধ্যমে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনে এগিয়ে আসার আহŸান জানাই। ইতোমধ্যেই সরকার রংপুর বিভাগে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের গুরুত্ব বিবেচনা করে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন কাজ করে যাচ্ছে। রংপুর চেম্বার সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার আহ্বায়ক  এ কে এম ছায়াদত হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর শাখার আহ্বায়ক ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোঃ আবুল কাশেমসহ অন্যান্যরা। উল্লেখ্য, মেলায় বিভিন্ন পণ্যের ১৯৬টি স্টলের পাশাপাশি মেলায় আগত দর্শনার্থীদের জন্য চিত্ত বিনোদনেরও ব্যবস্থা রয়েছে।