বাল্যবিবাহ রোধে সকলকে সমন্বয় করে কাজ করতে হবে

রংপুরে বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা শীর্ষক কর্মশালা

স্টাফ রিপোর্টার ♦ বাল্যবিবাহ রোধ করতে হলে আমাদের সকলকে সমন্বয় করে সমাজে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে। এটা আমাদের কারোরই একার পক্ষে সম্ভব না। রোববার (২৬ ফেব্রুয়ারি) রংপুরে বাল্যবিবাহ নিরোধকল্পে সিভিল সোসাইটি সংগঠন,  যুব ও কিশোর-কিশোরী নেটওয়ার্ক সদস্যবৃন্দদের অংশগ্রহণে জাতীয় কর্মপরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কাওছার পারভীন, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ এনায়েত হোসেন এবং আরডিআরএস সিইএনবি প্রকল্পের ডিভিশনাল ম্যানেজার মেজবাহুন নাহার। বক্তারা বলেন, যদি আমরা সকলে নিজ নিজ স্থান থেকে বিল্যবিবাহ রোধে সার্কেল হয়ে কাজ করি তাহলে আামাদের লক্ষ্য অনুযায়ী ২০২৫ সালের মধ্যে বাল্যবিবাহ শূণ্যের কোঠায় নিয়ে আসতে সক্ষম হব। বাল্যবিবাহ রোধে আমাদের সামাজিকভাবে সচেতন হতে হবে এবং অন্যদের সচেতন করতে হবে। কর্মশালায় বক্তব্য রাখেন, রংপুর মহানগর সুজনের সভাপতি ফখরুল আনাম বেঞ্জু, মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জাহানারা বেগম, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান হাবু ও সিইএনবি প্রকল্পের জেলা সমন্বয়ক নাজমা খাতুনসহ অন্যান্যরা।