রংপুরে ঈদ উপহার হিসেবে ঘর পাচ্ছেন ৬৭৫টি পরিবার (ভিডিও)

 

 

নভেল চৌধুরী ♦ রংপুরে ঈদ উপহার হিসেবে ঘর পেতে যাচ্ছেন ৬৭৫ জন ভূমিহীন-গৃহহীন পরিবার।

মঙ্গলবার (২৬ এপ্রিল) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রংপুরসহ মোট ৪ জেলায় উক্ত কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৪ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক আসিব আহসান।

তিনি আরও জানান, রংপুর জেলায় ৩য় পর্যায়ে ১ হাজার ২৯৯টি  ভূমিহীন গৃহহীন পরিবারের পুনর্বাসনের বরাদ্দ পাওয়া গেছে। যার মধ্যে আগামী মঙ্গলবার (২৬ এপ্রিল) ৬৭৫টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলায় ৩য় পর্যায়ে ১ হাজার ২৯৯টি  ভূমিহীন গৃহহীন পরিবারের পুনর্বাসনের বরাদ্দের মধ্যে সদর উপজেলায় ১০৫টি, কাউনিয় উপজেলায় ১২৭টি, বদরগঞ্জ উপজেলায় ১০০টি, পীরগাছায় ১২০টি, মিঠাপুকুরে ৩০০টি, তারাগঞ্জে ১০৭টি, গঙ্গাচড়া ২০০টি এবং পীরগঞ্জে ২৪০ ঘর বরাদ্দ রয়েছে।