রংপুর সিটি নির্বাচন প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা

জয়লাভ করলে রংপুর নগরীকে একটি মডেল নগরীতে পরিণত করতে নানা পরিকল্পনার আশ্বাস প্রার্থীদের

নভেল চৌধুরী ♦ আজ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র, কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ। প্রার্থী-সমর্থক, দলের নেতাকর্মীদের উপস্থিতিতে রংপুর টাউনহল হয়ে ওঠে উৎসবমুখর। সকাল সাড়ে ৯টায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। 
সেখানে, দলীয় প্রতীক লাঙ্গল দেয়া হয় জাতীয় পার্টির মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাকে,   আওয়ামী লীগের প্রার্থী অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়াকে দলীয় প্রতীক নৌকা, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলনকে হাতি, স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনিকে হরিণ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়ালকে হাতপাখা, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থীকে আবু রায়হানকে দলীয় প্রতীক ডাব, খেলাফত মজলিসের প্রার্থী তৌহিদুর রহমান মন্ডলকে দলীয় প্রতীক দেওয়াল ঘড়ি, জাসদের প্রার্থী শফিয়ার রহমানকে দলীয় প্রতীক মশাল ও জাকের পার্টির প্রার্থী খোরশেদ আলামকে দলীয় প্রতীক গোলাপ ফুল প্রতীক দেয়া হয়।
প্রতীক পেয়েই কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারণায় বেরিয়ে পড়েন প্রার্থীরা। নির্বাচনে জয়লাভ করলে রংপুর নগরীকে একটি মডেল নগরীতে পরিণত করতে নানা পরিকল্পনার কথা জানান মেয়র প্রার্থীরা। 
উল্লেখ্য, ২০৫ দশমিক ৭ বর্গকিলোমিটার আয়তনের রংপুর সিটি কর্পোরেশন ৩৩টি ওয়ার্ড নিয়ে গঠিত। এ নির্বাচনে ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৩০২ জন ও নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন।