ঘোষণা ছাড়াই রংপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ
যাত্রী সংকটের কারণে কাউন্টার থেকে বাস ছাড়া হচ্ছে না বলে জানান মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক
স্টাফ রিপোর্টার ♦ ঢাকায় বিএনপি’র সমাবেশের আগে কোন ঘোষণা ছাড়াই রংপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক-শ্রমিকরা। শুক্রবার (৯ডিসেম্বর) ভোর থেকে বাস চলাচল বন্ধ রাখার কারণে চরম বিপাকে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।
অনেক যাত্রী বাসস্ট্যান্ডে এসে ঘুরে গেলেও রংপুর জেলা মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান লিপ্পন বলছেন, যাত্রী সংকটের কারণে কাউন্টার থেকে বাস ছাড়া হচ্ছে না। এটিকে বাস ধর্মঘট বলা যাবে না। যাত্রী বাড়লে বাস চলাচল স্বাভাবিক হবে। বাস বন্ধের কোন নির্দেশনা দেয়া হয়নি। জানমালের ক্ষতি হবে এমন আশংঙ্কায় কেউ ঢাকায় যাচ্ছেন না।
এদিকে কামারপাড়া বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, সারি সারিভাবে ঢাকাগামী বাসগুলো স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে। সকাল থেকে কোন বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। বাসস্ট্যান্ডে থাকা বাহার কাছনার আমিনুল ইসলাম বলেন, আগামীকাল আমার অফিস আছে। সেলক্ষ্যে আজ ঢাকায় পৌঁছানো আমার খুব প্রয়োজন। তাই বাসস্ট্যান্ডে এসেছি। বাসের কর্মচারীরা জানিয়েছেন ঢাকাগামী বাস চলাচল করবে না। ট্রেনের টিকেটের জন্য চেষ্টা করেও টিকেট পাইনি।