কোচিং পরীক্ষা খারাপ হওয়ায় রংপুরে ছাত্রীর আত্মহত্যা

বাবা-মা না থাকায় নিজ ঘরে কৃষ্ণা ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে

কোচিং পরীক্ষা খারাপ হওয়ায় রংপুরে ছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ♦ রংপুরে চিরকুট লিখে নাভা কৃষ্ণা (১৪) নামে এক ছাত্রী আত্মাহত্যা করেছে। শনিবার (২১ মে) দুপুরে নগরীর মুন্সিপাড়া কেরামতিয়া মসজিদ সংলগ্ন নিজ বাসা থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। কৃষ্ণা লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার সহকারি শিক্ষা অফিসার রনজিৎ কুমার দাসের মেয়ে। সে রংপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে লেখাপড়া করতো।

পুলিশ এলাকাবাসী জানায়, কৃষ্ণার পরিবার নগরীর মুন্সিপাড়া এলাকার সেলিম মিয়ার বাসায় ভাড়া থাকতেন। বাড়িতে বাবা-মা না থাকার সুযোগে শনিবার সকালে নিজ ঘরে কৃষ্ণা ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দুপুরে বাড়ির লোকজন গলায় ফাঁস দেয়া অবস্থায় শিক্ষার্থীকে দেখতে পেয়ে পুলিশের খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং  ‘আমাকে ক্ষমা কর, তোমাদের আব্দার পুরণ করতে পারলাম নাএই চিরকুট  পায়। মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি (তদন্ত) হোসেন আলী জানানচিরকুটের  সূত্রে মনে হয় মেয়েটির কোচিং পরীক্ষা খারাপ হওয়ায় আত্মহত্যা করেছে। বাবা- মায়ের আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।