মাঙ্কিপক্স সংক্রমণ ঠেকাতে দেশের সব বন্দরে সতর্কতা জারি

প্রাথমিকভাবে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালকে প্রস্তুত করা হয়েছে

মাঙ্কিপক্স সংক্রমণ ঠেকাতে দেশের সব বন্দরে সতর্কতা জারি

নিউজডোর ডেস্ক ♦ নতুন ভাইরাস মাঙ্কিপক্সের উৎপত্তিস্থল আফ্রিকায়। আফ্রিকা, ইরোপ ও উত্তর আমেরিকার বেশকয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি।  এই বিরল রোগটি ঠেকাতে দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি করেছে বাংলাদেশ সরকার। এতথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

তিনি বলেন, নতুন কোনো রোগের তথ্য পাওয়া গেলে আমাদের বন্দরগুলোতে সতর্কতা জারি করা একটি রুটিন ওয়ার্ক। সে হিসেবে আমরা সবগুলা বন্দরগুলোতে সতর্কতা অবলম্বন করতে বলেছি। ইতিমধ্যেই স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ শাখা থেকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

দেশে আক্রান্ত রোগী পাওয়া গেলে কি ব্যবস্থা গ্রহণ করবে স্বাস্থ্য অধিদপ্তর, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সংক্রামক রোগ। এ কারণে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। প্রাথমিকভাবে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালকে প্রস্তুত করা হয়েছে। কোনো রোগী পাওয়া গেলে সেখানে আইসোলেশনে রাখা হবে।