কেনাকাটা ও ঘরমূখী যাতায়াতের জন্য লকডাউন শিথিল হবে-ওবায়দুল কাদের

কেনাকাটা ও ঘরমূখী যাতায়াতের জন্য লকডাউন শিথিল হবে-ওবায়দুল কাদের
 

এহসানুল হক সুমন ♦ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ঈদের কেনা-কাটা ও মানুষের ঘরমূখী যাতায়াতের জন্য ঈদের আগে লকডাউন শিথিল করা হবে। দেশে চলমান করোনার দ্বিতীয় তরঙ্গ মোকাবেলার আরও এক সপ্তাহ লকডাউনের কথা সরকার ভাবছে বলে জানান তিনি।

সোমবার সকালে সড়ক ও জনপথ অধিদপ্তর ‘রংপুর জোনের  আওতাধীন চলমান বিভিন্ন ও রক্ষনাবেক্ষন কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

ঈদের অন্তত এক সপ্তাহ আগে ক্ষতিগ্রস্থ রাস্তা মেরামত করাসহ চলমান কাজ দ্রুত গতিতে এগিয়ে নিতে প্রকৌশলীদের নির্দেশ দেন ওবায়দুল কাদের। সেই সাথে কাজের গুনগত মান বজায় রেখে জনগনের কষ্টার্জিত টাকার যেন অপব্যবহার না হয় সেদিকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।

ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রাশেদুল আলম, নির্বাহী প্রকৌশলী একেএম শফিকুজ্জামানসহ বিআরটিএ ও বিআরটিসি’র উর্ধ্বতন কর্মকর্তারা।