অবশেষে হাফ ভাড়া সুবিধা পাবে রাজধানীর শিক্ষার্থীরা

তবে মানতে হবে বাস মালিক সমিতির দেওয়া কিছু শর্ত

অবশেষে হাফ ভাড়া সুবিধা পাবে রাজধানীর শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ রাজধানীতে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি। বুধবার থেকে কার্যকর হবে শিক্ষার্থীদের হাফ ভাড়া। তবে থাকছে কিছু শর্ত। যা মানতে হবে শিক্ষার্থীদের।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলকে এ বিষয় নিশ্চিত করেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ।

বিআরটিসি বাসের মতো ব্যক্তি মালিকানাধীন বাসগুলোতেও হাফ ভাড়া সুবিধা পাবে শিক্ষার্থীগণ সাথে মানতে হবে কিছু শর্ত।

ভ্রমণকালে শিক্ষার্থীগণকে সাথে রাখতে হবে নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র। প্রয়োজনে তা প্রদর্শন করতে হবে। বিআরটিসির মতো শিক্ষার্থীদের হাফ ভাড়া সুবিধা পাওয়া যাবে সকাল ৭টা হতে রাত ৮টা পর্যন্ত।

এছাড়াও ছুটির দিনে শিক্ষার্থীদের হাফ ভাড়া সুবিধা কার্যকর হবে না বলেও জানায় করেন সড়ক পরিবহন মালিক সমিতি।