বাজেট অধিবেশন আজ বিকেলে

করোনার কারণে অধিবেশন হবে সংক্ষিপ্ত

বাজেট অধিবেশন আজ বিকেলে
ছবি: সংগৃহীত

করোনার কারণে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। বুধবার (২ জুন) বিকেলে অধিবেশন শুরু হবে। করোনার কারণে অধিবেশন হবে সংক্ষিপ্ত। বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নতুন অর্থবছরের (২০২১-২০২২ বাজেট) পেশ হবে।

আজ বুধবার বিকেল পাঁচটায় শুরু হওয়ার পরপরেই মূলতবি হয়ে যাচ্ছে রেওয়াজ অনুযায়ী চলতি সংসদের কোনও সদস্যের মৃত্যুতে পরবর্তী অধিবেশনের শুরুতে শোক প্রস্তাবের পর মূলতবি করা হয়। তবে সংসদ সচিবালয় থেকে বুধবারের কার্যসূচিতে প্রধানমন্ত্রীর জন্য প্রথম ৩০ মিনিট নির্ধারিত রাখা হয়েছে।

এছাড়া বেশ কয়েকটি মন্ত্রণালয়-বিভাগের প্রশ্ন-জিজ্ঞাসা এবং উত্তর রয়েছে দিনের কার্যসূচিতে।