শিক্ষক-শিক্ষার্থীদেরও ডোপ টেস্টের আওতায় আনা হবে: সরাষ্ট্রমন্ত্রী

সরকারি কর্মকর্তা-কর্মচারিদেরও করাতে হবে এ টেস্ট

শিক্ষক-শিক্ষার্থীদেরও ডোপ টেস্টের আওতায় আনা হবে: সরাষ্ট্রমন্ত্রী

নিউজডোর ডেস্ক ♦ তুন শিক্ষক নিয়োগ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় শিক্ষার্থীদের ডোপ টেস্ট করানো হবে বলে জানিয়েছেন সরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারিদেরও বছরে একবার ডোপ টেস্টের আওতায় আনা বলে জানান তিনি। যাদের এই টেস্টের ফলাফল পজেটিভ আসবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে এস কথা বলেন সরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এগোতে বলা হয়েছে আমাদের। আমাদের কাছে নতুন নতুন ভয়ংকর মাদক আসার খবর আসছে। বিভিন্নভাবে আমরা যেসব সংবাদ পাচ্ছিলাম, সেজন্য আমরা হঠাৎ করে কেবিনেট সেক্রেটারির মাধ্যমে আজকের সভার আহ্বান করেছি।

সভায় সামরিক বাহিনীর প্রতিনিধসহ অন্যান্য বাহিনীল প্রধানরা উপস্থিত ছিলেন।

এছাড়াও সরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা মাদক তৈরি করি না। মাদক বাইরের দেশ থেকে আসে। এই মাদকের কারণে ইয়াং জেনেরেশন ক্ষতিগ্রস্ত হচ্ছে।