বিআরটিএ অফিসগুলোতে গ্রাহকরা হয়রানির শিকার: ওবায়দুল কাদের

বিআরটিএ অফিসগুলোতে গ্রাহকরা হয়রানির শিকার: ওবায়দুল কাদের

নিউজডোর ডেস্ক ♦ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিআরটিএ অফিসগুলোর বেশিরভাগে বাহিরের দালালদের সঙ্গে ভিতরের কর্মকর্তাদের যোগসাজশে গ্রাহকরা হয়রানির শিকার হন। বিআরটিএকে কিভাবে হয়রানিমুক্ত করা যায় এ ব্যাপারে কমিটমেন্ট নিয়ে কাজ করা দরকার।
সোমবার সকালে রংপুর সড়ক ভবনে সড়ক ও জনপথ অধিদপ্তর ‘রংপুর জোনের  আওতাধীন চলমান বিভিন্ন ও রক্ষনাবেক্ষন কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বিআরটিএ- এর উর্ধ্বতন কর্মকর্তা উদ্দেশ্যে বলেন, বিআরটিএ অফিসগুলো স্মার্টকার্ড লাইসেন্স প্রদান শুরু করেছে। এটি যেন যথাযথভাবে বিতরন করা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিআরটিএ অফিসকে আরও ডায়নামিক ও অ্যাকটিভ হতে হবে। অন্যায়-দূর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে যেতে হবে। 
ভিডিও কনফারেন্সে রংপুর সওজ কার্যালয়ে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃ রাশেদুল আলম, নির্বাহী প্রকৌশলী একেএম শফিকুজ্জামানসহ বিআরটিএ ও বিআরটিসি’র উর্ধ্বতন কর্মকর্তারা।