গণপরিবহন চলবে কিভাবে জানা যাবে প্রজ্ঞাপনে

গণপরিবহন চলবে কিভাবে জানা যাবে প্রজ্ঞাপনে

নিউজডোর ডেস্ক ♦ করোনার বিস্তার রোধে সারাদেশে চলছে লকডাউন, বন্ধ গণপরিবহনও। শপিংমল ও দোকানপাটের পর স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে এবার গণপরিবহন খুলে দিচ্ছে সরকার। আগামীকাল (৬মে) থেকে চলবে গণপরিবহন, তবে সেটা শহরের ভিতরে। আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকবে।

বাস মালিকরা গণপরিবহন চলাচলের অনুমতি পেলেও সরকারের কাছ থেকে এখন পর্যন্ত কোনও দিক নির্দেশনা পাননি। এক জেলা থেকে অন্য জেলায় গণপরিবহন চলাচল বন্ধ রাখার বিষয়ও তারা পরিস্কার নন। কোন রুটে কিবাবে গণপরিবহন চালাতে হবে সে বিষয়টি অজানা তাদের।

এ বিষয়ে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ বলেন, ‘সরকার যেভাবে নির্দেশনা দিবে আমরা সেভাবেই বাস চালাবো।

বাংলাদেশ সড় পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার জানান, ‘যাত্রীবাহী বাস কিভোবে চলবে তা স্পষ্ট করে শিগগির প্রজ্ঞাপন জারি হবে। এর পরই বরা যাবে কোন কোন রুটে, কীভাবে গণপরিবহন চলবে। প্রজ্ঞাপনে বাস চলাচলের সব নির্দেশনা উল্লেখ করা হবে।