টি২০ র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে বাংলাদেশ

টি২০ র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে বাংলাদেশ

নিউজডোর স্পোর্টস ডেস্ক ♦ টি২০ র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছে বাংলাদেশ দল। একটি রেটিং পয়েন্ট কমেছে টাইগারদের, তবুও ১০ থেকে ৯ নম্বরে এসেছে সাকিব-মাহমুদুল্লাহরা। বলা যেতেই পারে ওয়েস্ট ইন্ডিজের কৃপায় ১০ থেকে ৯- এ বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ ৬ রেটিং পয়েন্ট হারিয়ে ৮ থেকে ১০ নম্বরে গেলে, বাংলাদেশ এগিয়ে যায় ১০ থেকে ৯- এ। ২০ ওভারের এই খেলায় একধাপ এগুলেও ওয়ানডেতে আগের স্থান ৭ নম্বরেই রয়েছে তারা। তবে দুই ধাপ এগিয়ে নিউজিল্যান্ড এখন ওয়ানডেতে ১ নম্বর দল।

সোমবার আইসিসির প্রকাশ করা হালনাগাদ করা র‌্যাঙ্কিংটি বার্ষিক হিসাবের। গত বছরের মে মাস থেকে এ বছরের মে মাসের সব ম্যাচের পারফরম্যান্স এবং তার আগের দু বছরের ৫০ শতাংশ পারফরম্যান্সের ওপর ভিত্তি করে করে আইসিসি এ তালিকা প্রকাশ করে।

এতদিন ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল ইংল্যান্ড, এবার তারা এক লাফে চারে এসে পড়েছে। দুইয়ে থাকা ভারত এখন তিনে। এক- এ আছে নিউজিল্যান্ড এবং দুই- এ অস্ট্রেলিয়া।